Breaking News
Home / অন্যান্য / ঢেউয়ের মাঝে সুখ খুজে পেলেন পূজা

ঢেউয়ের মাঝে সুখ খুজে পেলেন পূজা

সমুদ্রের নীল জলে ছুটে যাচ্ছে বোট। তাতে আয়েশ করে বসে আছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। তার পরনে গোলাপী রঙের টি-শার্ট। চোখে রোদ চশমা। মাথার চুলগুলো বেণি করা। আর চোখে-মুখে খেলা করছে আনন্দের ঢেউ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পূজা। তাতে এমন দৃশ্য দেখা যায়। আর এসব ছবির ক্যাপশনে পূজা লিখেছেন—

‘ঢেউয়ের মাঝে সুখ…।’ আর চেক ইনে পূজা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন তিনি।

আর সঙ্গে রয়েছেন তার মা। প্রিয় নায়িকাকে এমন রূপে দেখে প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তদের। চলতি বছরের শেষের দিকে শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনার শীর্ষে উঠে আসেন পূজা চেরি। প্রথমে প্রেম তারপর বিয়ের খবর বাতাসে ভেসে বেড়ায়।

সময়ের সঙ্গে এসব গুঞ্জনের আরো ডালপালা মেলতে শুরু করে। সর্বশেষ গত ১১ অক্টোবর এসব বিষয়ে মুখ খুলেন পূজা। শুধু তাই নয়, আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন এই নায়িকা।

সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মে নাম লেখিয়েছেন পূজা চেরি। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরী’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

এ ওয়েব ফিল্ম প্রথমবার ছোট পর্দার অভিনেতা জোভানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা। এছাড়াও তার অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *