Breaking News
Home / অন্যান্য / পুরনো পরিত্যক্ত খালে লোহা দিয়ে আজব এক ফাদ বানিয়ে বিশাল বড় বড় মাছ ফাঁদে আটকিয়ে নেট দুনিয়ার সবার মন কেড়ে নিলো,বেশ সাড়া জাগিয়েছে ভিডিওটি,তুমুল ভাইরাল

পুরনো পরিত্যক্ত খালে লোহা দিয়ে আজব এক ফাদ বানিয়ে বিশাল বড় বড় মাছ ফাঁদে আটকিয়ে নেট দুনিয়ার সবার মন কেড়ে নিলো,বেশ সাড়া জাগিয়েছে ভিডিওটি,তুমুল ভাইরাল

মাছ ধরার যেমন কৌশল রয়েছে তেমনি রয়েছে নানাবিধ ফাদ।ওইসকল ফাদ বানিয়ে মিনিটেই অসংখ্য মাছ ধরা হয়।এই ভিডিওতে তেমনি কিছু তুলে ধরা হলো আপনাদের জন্য।এসকল ফাদে অসংখ্য মাছ আটকে যায়।

এই নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে ইন্টারনেট দুনিয়ায়।পুরনো পরিত্যক্ত খালে লোহা দিয়ে আজব এক ফাদ বানিয়ে বিশাল বড় বড় মাছ ফাঁদে আটকিয়ে নেট দুনিয়ার সবার মন কেড়ে নিলো,বেশ সাড়া জাগিয়েছে ভিডিওটি,তুমুল ভাইরাল

।আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা ‘ওপা’ নামের উষ্ণ রক্তের মাছের সন্ধান পান। মাছটির কানসার টিস্যু

এমনভাবে সাজানো যে, শিরা থেকে ঠাণ্ডা রক্ত প্রবাহিত হয়ে বিপরীতমুখী উষ্ণ রক্তের সঙ্গে মিলিত হয়। যে রক্ত কানসার দিকে আসছে তা গরম হয়।

ছত্রাক রোগ, মাছের ক্ষতরোগ, পাখনা ও লেজ পচা রোগ, পেট ফোলা রোগ, সাদা দাগ রোগ, মিক্সোবোলিয়াসিস, উকুন রোগ (আরগুলোসিস), ফুলকা পচা রোগ (ট্রাইকোডিনিয়াসিস), কালো দাগ রোগ, গিলফ্লক (ডেক্টাইলোগাইরোসিস), গাইরোডিক্টাইলোসিস, ভিটামিনের অভাব ও অপুষ্টি রোগ।

মাছ ধরার যেমন কৌশল রয়েছে তেমনি রয়েছে নানাবিধ ফাদ।ওইসকল ফাদ বানিয়ে মিনিটেই অসংখ্য মাছ ধরা হয়।এই ভিডিওতে তেমনি কিছু তুলে ধরা হলো আপনাদের জন্য।

এসকল ফাদে অসংখ্য মাছ আটকে যায়।এই নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে ইন্টারনেট দুনিয়ায়।তেমনি পুরনো পরিত্যক্ত খালে লোহা দিয়ে আজব এক ফাদ বানিয়ে বিশাল বড় বড় মাছ ফাঁদে আটকিয়ে নেট দুনিয়ার সবার মন কেড়ে নিলো,বেশ সাড়া জাগিয়েছে ভিডিওটি,তুমুল ভাইরাল

ভিডিওটি দেখতে এই লেখাটির উপরে ক্লিক করুন

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *