মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী যার শ্বাস-প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে,চলাচলের জন্য যুগ্ম অথবা অযুগ্ম পাখনা রয়েছে,এদের দেহে সচরাচর আঁইশ থাকে,
সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে। সাধারণত এদের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত; তবে আঁশ নেই এমন মাছের সংখ্যাও একেবারে কম নয়।
আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা ‘ওপা’ নামের উষ্ণ রক্তের মাছের সন্ধান পান।
মাছটির কানসার টিস্যু এমনভাবে সাজানো যে, শিরা থেকে ঠাণ্ডা রক্ত প্রবাহিত হয়ে বিপরীতমুখী উষ্ণ রক্তের সঙ্গে মিলিত হয়। যে রক্ত কানসার দিকে আসছে তা গরম হয়।
গ্রামে গঞ্জে মাছ ধরার দৃশ্য আমরা সবাই দেখেছি৷ পাল তৌলা নৌকায় করে নদীতে জেলেরা মাছ ধরে। আমাদের দেশের খাল বিল নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়।
খাল বিল ছাড়াও অনেক সময় গ্রামের পুকুর ও ধানের ক্ষেত থেকেই বিভিন্ন রকমের মাছ জেলেরা ধরে থাকে৷ তাই আমাদেরকে সবাই বলে মাছে-ভাতে বাঙ্গালী। গ্রামে অনেক সময় নদীর তীর থেকে গ্রামের ছেলে পেলেরা জাল বুনে অনেক রকমের মাছ ধরে থাকে।
ছোটবেলায় ছেলে-মেয়ে সবাই আমরা পুকুর ও নদীতে মাছ ধরে প্রচুর আনন্দ করেছি। তবে বড় হওয়ার পর মেয়েরা সাধারণত আর মাছ ধরতে নদীতে যায়না। কৈ, রুই, কাতলা, বোয়াল সহ হরেক রকমের সব মাছ ছেলেরাই ধরে থাকে।
নদী থেকে মাছ ধরার পর ছেলেরা সেগুলো বাড়িতে নিয়ে আসে। এরপর শুরু হয় মেয়েদের কাজ। মেয়েরা এরপর মাছ গুলো কাটাকাটি ও রান্না-বান্নার কাজ করে। তাই, সবাই মনে করে রান্না বান্নাই শুধু মেয়েদের কাজ। মেয়েরা মাছ ধরতে পারবে না।
তবে কিছুদিন আগে ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমরা উলটো চিত্র দেখতে পেয়েছি। ভিডিওতে দেখা যায়, মাছ ধরার অদ্ভুত ফাঁদ যা দেখে আপনিও হতভাগ হয়ে যাবেন পুরো নেটদুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহুরতেই তুমুল ভাইরাল ভিডিও
মাছ ধরার ভিডিওটি ইন্টারনেটে প্রচুর ছড়িয়ে পড়েছে। দেশের সব প্রান্তেরই বেশিরভাগ ইন্টারনেট ইউজারকে মাছ ধরার ভিডিও তাক লাগিয়ে দিয়েছে। তাই গ্রা মাছ ধরার দৃশ্য ইন্টারনেটে দ্রুত ভাইরাল হয়ে গেছে। অনেকে এই বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের গ্রামে মাছ ধরার চেষ্টা করছেন।