সোশ্যাল মিডিয়ার পাতাতে নানান প্রজাতির পাখিদের দেখা মেলে। দেশীয় পাখি ছাড়াও, নানান বিদেশি পাখির সম্ভারও পাওয়া যায় নেটদুনিয়া থেকেই। জনপ্রিয়তা পাওয়া ভিডিও গুলির মধ্যে কথা বলা ময়না,
কাকাতুয়া,টিয়া ইত্যাদির ভিডিও অন্যতম। প্রায়শই এই প্রজাতির পাখিদের নানান কর্মকাণ্ড উঠে আসে নেটদুনিয়াতে। সম্প্রতি এমনই এক ছোট্ট টিয়ার কান্ড অবাক করলো নেটবাসীদের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হওয়া এক ভিডিওতে দেখা গেছে একটি ছোট্ট টিয়া যার গা ভর্তি গয়না রয়েছে, এবং সেই বাড়ির সামনের পাঁচিলের উপর বসে রয়েছে।
তার পাশে রয়েছে তার মালিক এবং সে ‘তিসরি কসম’ (teesri kasam) সিনেমার ‘সাজন রে ঝুট মত বোলো’ গানটি গাইছে আশ্চর্যজনকভাবে। এই গানের তালে তালেই নেচে উঠছে এই ছোট্ট টিয়া পাখিটি।
ছোট্ট পাখিটি কথা বলার পাশাপাশি এত সুন্দর নাচ করতে পারে, তা দেখে হতবাক হয়ে গেছে সাধারণ মানুষেরা। বোঝাই গেছে মালিকের কাছ থেকে বেশ প্রশিক্ষণ পেয়েছে ‘মিঠু’ নামক ওই পাখিটি;
তাই মালিক তাকে ঈশারা করতেই পাখিটি ‘হ্যাঁ’ উত্তরও দিচ্ছে। স্বাভাবিকভাবেই নেটিজেনদের একাংশ ভিডিওটির কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইয়েছে।