Breaking News
Home / অন্যান্য / ৯৩ বছর বয়সে বিয়ে করলেন চন্দ্রবিজয়ী অলড্রিন

৯৩ বছর বয়সে বিয়ে করলেন চন্দ্রবিজয়ী অলড্রিন

চাঁদের মাটিতে দ্বিতীয় মানব হিসেব পা রাখা বাজ অলড্রিন তার ৯৩তম জন্মদিনে দীর্ঘদিনের প্রেমিকা ড. অ্যানকা ফাউরকে বিয়ে করেছেন। শুক্রবার এক টুইটে অলড্রিন নিজেই বিষয়টি জানিয়েছেন।

অলড্রিন জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে একটি ছোট অনুষ্ঠানে ৬৩ বছর বয়সী ড. অ্যানকা ফাউরের সঙ্গে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অলড্রিন বিয়ের ছবিও শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, ‘আমার ৯৩ তম জন্মদিন এবং যে দিনে আমি অ্যাভিয়েশনের জীবন্ত কিংবদন্তি হিসেবে সম্মানিত হলাম, সেদিনই দীর্ঘদিনের প্রেমিকা

ড. অ্যানকা ফাউরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে আমি খুব খুশি। লস অ্যাঞ্জেলসে ছোট অনুষ্ঠানে আমরা বিয়ে করি। পালিয়ে যাওয়া কিশোর-কিশোরীদের মতো আমরা দুজনও রোমাঞ্চিত।’

অলড্রিনের অবশ্য এটাই প্রথম বিয়ে নয়। এর আগে আরও তিন বার বিয়ে করেছেন তিনি। কিন্তু কোনও বিয়েই স্থায়ী হয়নি। এগুলোর শেষ পরিণতি হয়েছে বিচ্ছেদ।

১৯৬৯ সালের ২০ জুলাই মানবসভ্যতার ইতিহাসে প্রথমবার চাঁদের মাটিতে মানুষের পা পড়ে। প্রথমে নীল আর্মস্ট্রং এবং তার পরে এডুইন বাজ অলড্রিন নামেন চাঁদের মাটিতে।

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *