Breaking News
Home / অন্যান্য / একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন আঞ্জুয়ারা

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন আঞ্জুয়ারা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আঞ্জুয়ারা বেগম (২১) নামের এক গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরের বেসরকারি অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এসব সন্তান জন্ম দেন তিনি।

গৃহবধূ আঞ্জুয়ারা বেগম সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের কাঠমিস্ত্রি আতাউর রহমান বাবুর স্ত্রী। আতাউর রহমান বলেন, ছয় বছর আগে তিনি বিয়ে করেন।

দাম্পত্যজীবনে আঞ্জুয়ারা এবারই প্রথমবারের মতো সন্তান জন্ম দিলেন। একসঙ্গে চারটি সন্তানের জন্ম হওয়ায় অবাকও হয়েছেন, আবার খুশিও হয়েছেন।

অ্যাপোলো হাসপাতালের পরিচালক মোহাম্মদ মোরাদুজ্জামান বলেন, গৃহবধূ আঞ্জুয়ারা প্রসব ব্যথা নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার সন্ধ্যায় আঞ্জুয়ারার অস্ত্রোপচার শুরু করেন জামালপুর জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট ও গাইনি সার্জন খায়রুল বাশার।

অস্ত্রোপচারের মাধ্যমে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একে একে আঞ্জুয়ারার চারটি কন্যাসন্তানের জন্ম হয়। এ সময় সার্জন, চিকিৎসক ও হাসপাতালের সবাই অবাক হয়ে যান। নবজাতকগুলো দেখতে অনেকেই হাসপাতালে ভিড় করেন।

গাইনি সার্জন খায়রুল বাশার বলেন, প্রসূতি ও নবজাতকেরা সুস্থ আছে। তবে বাচ্চাদের ওজন যথাক্রমে ১ কেজি ৮০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম, ১ কেজি ৬০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম। নবজাতকদের ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *