Breaking News
Home / অন্যান্য / উচ্চতা মাত্র ৩ ফুট! শারীরিক অক্ষমতাকে হারিয়ে ‘NET’ পরীক্ষায় ৯৯% নম্বর নিয়ে উত্তীর্ণ হলেন যুবতী

উচ্চতা মাত্র ৩ ফুট! শারীরিক অক্ষমতাকে হারিয়ে ‘NET’ পরীক্ষায় ৯৯% নম্বর নিয়ে উত্তীর্ণ হলেন যুবতী

মানব জীবন মানেই সংগ্রাম! প্রত্যেকে জীবনেই কিছু না কিছু কাহিনী থাকে, অনেকেই অনেক প্রতিবন্ধকতার পথ পেরিয়ে উচ্চতার চরম শিখরে পৌঁছায়।

ঠিক সেরকমই এক কাহিনী রয়েছে নদীয়ার পিয়াসা মহলদারের (Piyasa Mahaldar); তার গল্প যেন কোন রূপকথার কাহিনীকেও হার মানায়।

পিয়াসা অত্যন্ত মেধাবী এক ছাত্রী। আমড়াতলা গার্লস প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিল সে। এরপর রাধারানী নারীশিক্ষা থেকে উচ্চ মাধ্যমিকও পাস করে।

শান্তিপুর কলেজ থেকে স্নাতক করেছেন তিনি, এরপরে কৃষ্ণনগর গভমেন্ট কলেজ থেকে এমএ। তবে এত কিছুর পরেও তার জীবন যেন আর পাঁচটা মেয়ের মতন নয়!

তার উচ্চতা মাত্র ৩ ফুট কিন্তু বয়স ২৫। অন্যান্যদের মতন স্বাভাবিকভাবে বসতে, হাঁটাচলা করতে, ভারী জিনিস তুলতে পারে না সে। তবে তার মেধা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে।

বিছানায় শুয়ে শুয়ে লেখাপড়া করেছে পিয়াসা এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) পাশ করেছে। শারীরিকভাবে অক্ষম হলেও, পিয়াসার মনোবল খুবই বেশি।

প্রায় ৯৯.৩১ শতাংশ নম্বর নিয়ে নেট পাশ করা পিয়াসা। এবার পিএইচডি করতে পারবেন এবং যেকোনো কলেজের শিক্ষিকা হিসেবে যোগদান করতে পারবেন।

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *