Breaking News
Home / অন্যান্য / একসঙ্গে ৩ সন্তান জন্মের পর এবার ৪ সন্তানের জন্ম দিলেন মারুফা

একসঙ্গে ৩ সন্তান জন্মের পর এবার ৪ সন্তানের জন্ম দিলেন মারুফা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজে’লার জগন্নাথপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী’ মা’রুফা খাতুন এবার চার সন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় মা’রুফাকে চুয়াডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসক জিন্নাতুল আরার তত্ত্বাবধানে দুটি পুত্র ও দুটি কন্যা সন্তান প্রসব করেন।

তবে, মা ও তিন সন্তান সুস্থ থাকলেও এক ছে’লে নবজাতক অ’সুস্থ হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতা’লের আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে।

মা’রুফার স্বজনরা জানান, ২০০৯ সালে একই উপজে’লার জগন্নাথপুর গ্রামের আইনাল তরফদারের ছে’লে এরশাদ আলীর সঙ্গে মা’রুফা খাতুনের বিয়ে হয়।

বিয়ের দুই বছরের মা’থায় মা’রুফা কন্যা সন্তানের মা হন। এরপর সাত বছর পর ২০১৮ সালে মা’রুফা একসঙ্গে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন। তবে অ’পুষ্টিজনিত কারণে কয়েক দিন পর তিন সন্তানই মা’রা যায়।

চুয়াডাঙ্গার শহরের উপশম নার্সিং হোম ক্লিনিকের চিকিৎসক জিন্নাতুল আরা বলেন,স্বাভাবিক নিয়মে ৩০ মিনিটের মধ্যে চারটি সন্তান প্রসব করেন মা’রুফা। তিন সন্তানসহ মা’রুফাকে তার তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *