পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সাহসী একটি শব্দ মা। এই শব্দের মধ্যে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা, লড়াই করার শক্তি। মায়ের আগলে রাখার যে শক্তি তার অনেক দৃষ্টান্ত সময়ের পরিক্রমায় ধরা পড়েছে।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় একটি মা মুরগি বিষাক্ত সাপের গ্রাস থেকে তার ছানাদের বাঁচাতে লড়াই করছে।
তার মধ্যে নিজেকে নিয়ে কোনো আতঙ্ক বা ভয় নেই! শুধু যেন একটাই চিন্তা যে করেই হোক সন্তানকে বাঁচাতে হবে।
স্নেক ক্যাচ নামে এক ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিওতে দেখা গেছে, একটি বড় বিষাক্ত গোখরা সাপ একটি মুরগি এবং তার বেশ কয়েকটি বাচ্চার দিকে আক্রমণের জন্য এগিয়ে আসছে।
প্রথমদিকে সন্ত্রস্ত হয়ে পড়ে মুরগিটি। কিন্তু পরক্ষণেই সে ছানাদের বাঁচাতে ঘুরে দাঁড়ায়। একাই সাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যায় মা মুরগিটি।
ভিডিওতে দেখানো মুরগি সেই সাহসের অনেক প্রশংসা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার পাশাপাশি কমেন্ট সেকশনে অনেকেই এই ধরনের নজিরবিহীন ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ জানিয়েছেন।