Breaking News
Home / অন্যান্য / গরম তেলে হাত দিয়ে নেড়েচেড়ে ভাজেন পেয়াজু-বেগুনি

গরম তেলে হাত দিয়ে নেড়েচেড়ে ভাজেন পেয়াজু-বেগুনি

অবিশ্বা’স্য হলেও সত্যি যে গরম তেলে হাত দিয়ে নেড়েচেড়ে পেয়াজু-বেগুনি ভাজেন সুনীল দাস। গরম তেলে হাত দিয়ে নেড়েচেড়ে দেন পেঁয়াজু-বেগুনির মতো মুখরোচক খাবার।

আবার সেই গরম তেল মুখে দেন, গায়েও মাখেন। কিন্তু কিছুই হয় না সুনীল দাসের। মাখছেন গায়ে, আবার মুখের ভেতর দিলেও কিছুই হচ্ছে না।

ত্রিশ বছর ধরে সাতক্ষীরার নলতা হাসপাতাল মোড়ে পেয়াজু-বেগুনি বিক্রি করছেন সুনীল দাস। গরম তেলে হাত দিয়েই নেড়েচেড়ে দেন মুখরোচক এসব খাবার।

সুনীল দাসের অভাব-অনটনে কে’টেছে। বাবার মৃ’ত্যুর পর তার হাতে তেল, বেসন আর ময়দা তুলে দেন মা। জানান, মায়ের অনুপ্রেরণাতেই জয় করেছেন তেলের উ’ত্তাপ।

তাঁর এই অসাধ্য কাজ দেখতে দূর-দূরান্ত থেকে আসেন অনেকে। আবার কখনও তার কৌশল দেখাতে নিয়ে যাওয়া হয় অন্য জে’লায়।

সুনীলের আশা, এমন অ’ভিনব আরও কিছু রপ্ত করে মুগ্ধ করবেন সবাইকে। সবাই তাঁর কাজকে প্রশংসা করেন

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …