আমরা জানি অনেক পাখি আছে, যেগুলো মানুষের মতো কথা বলতে পারে। তার মধ্যে একটি হলো টিয়াপাখি। টিয়াপাখি মানুষের মতো কথা বলতে পারে।
কিন্তু কখনো কি শুনেছেন, টিয়াপাখি পেয়ারা খায় আর মানুষের মতো গল্প করে? হ্যাঁ, ঠিকই শুনেছেন! তেমনটাই হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যায় যে দু’টি টিয়াপাখি একসঙ্গে পেয়ারা খায় আর নিজেদের মতো কথোপকথন করছে।
ভিডিওর প্রথম দিকে দেখা যায় একটি টিয়াপাখি পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খায় নিজের মতো করে। ভিডিও কিছুক্ষণ পর দেখা যায় আরেটি টিয়াপাখি সেই ডালের বসে এবং দুজনে একে-অপরের সঙ্গে কথোপকথন শুরু করে।
তারপরে দুজনে মিলে পেয়ারা খেতে শুরু করে আনন্দের সঙ্গে এবং তার সঙ্গে চলে তাদের আড্ডা। তারপরে দেখা যায়, একজন তাদের কাছে পেয়ারা ধরিয়ে দেয় এবং দু’জনে মিলে সেই পেয়ারা খেতে শুরু করে।
যত সময় যায় ততই তাদের ঘনিষ্ঠতা বাড়ে এবং আড্ডা দিতে আরো জোরালো হয়। সোশাল মিডিয়ায় আসা মাত্রই এই ভিডিও বেশ ভাইরাল হয়ে যায়। প্রায় প্রত্যেক নেটিজেন এই ভিডিওর নিচে কমেন্ট করে গেছেন এবং তারা এই ভিডিও শেয়ার করেছেন।