Breaking News
Home / অন্যান্য / ছোট বড় সব একই স্বাদ, ঠিকমত মজা পেলে হয় : শ্রীলেখা

ছোট বড় সব একই স্বাদ, ঠিকমত মজা পেলে হয় : শ্রীলেখা

ভালোবাসা প্রকাশের জন্য আসলেই কি নির্দিষ্ট দিন লাগে? তা হয়ত লাগে না। তবু উপলক্ষ পেলে মনের ভাবটা আবার প্রকাশ করলে মন্দ হয় না। যদিও কেউ কেউ আবেগে গা ভাসানো বলে ভ্যালেন্টাইন্স ডে-কে একটু খাটো করার করেন।

যত যাই হোক, এমন দিনে একটা উপহারও মন ভালো করে দিতে পারে। অভিনেত্রী শ্রীলেখার সঙ্গে তেমনটাই হলো। ছবি পোস্ট করে শ্রীলেখা লিখলেন,

তিনি কিংকর্তব্যবিমূঢ়।ফেসবুকে শ্রীলেখা যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, লাল-গোলাপি ফুলের একটা বোকে এসেছে বাড়িতে।

অফফোকাস হলেও পেছনে একটা সাদা সফট টয় আর কার্ড চোখে পড়ছে। শ্রীলেখা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘বেনামী প্রেমিকের থেকে পেয়েছি। কী করে বুঝব কে পাঠিয়েছে? আমি কিংকর্তব্যবিমূঢ়।’

শ্রীলেখার এ পোস্ট দেখে সকাল সকাল বেশ মজা পেয়েছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘এরে বাহ! দারুণ তো শ্রীলেখাদি’।

আরেকজনের মন্তব্য, ‘আরে বাবা ফুল পেয়েছ সেটা উপভোগ করো, গাছের খোঁজ নিয়ে কী হবে’। ‘দেখি কে কে এটা নিজের পাঠানো বলে দাবি করে’।

এমন অসংখ্য মন্তব্য চোখে পড়েছে সেখানে।অবশ্য শ্রীলেখার প্রেমে টুপটাপ পড়ে যাওয়ার মতো ঘটনা এর আগেও হয়েছে। নভেম্বরেই সেজেগুজে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর মজা করেই ক্যাপশনে লিখেছিলেন, ‘মেয়ে পছন্দ?’

তার কয়েকদিন পর অভিনেত্রী জানান, একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন! আর তারা নাকি তার মেয়ের বয়সী। স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন, ‘কী মুশকিল মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *