Breaking News
Home / অন্যান্য / বৃষ্টি ভেজা শরীরে , জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচে ভাইরাল সুন্দরী যুবতী, রইল ভিডিও!

বৃষ্টি ভেজা শরীরে , জনপ্রিয় হিন্দি গানে তুমুল নাচে ভাইরাল সুন্দরী যুবতী, রইল ভিডিও!

পরনে হলুদ শাড়ি সঙ্গে ভেজা চুল, বৃষ্টিতে ভিজছে দুই যুগল আর বাজছে গান… আর নব্বই দশকের সেই গান নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। 90 দশকের কোনো দর্শকই বোধহয় ভুলতে পারিনি রবিনার সেই রূপ।

টিপ টিপ বারসা পানি এই গানটি 90 দশকে যে জনপ্রিয়তা অর্জন করেছিল বর্তমানে দাঁড়িয়েও সেই জনপ্রিয়তা আজও অটুট। রবীনা ট্যান্ডন এর নাচে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সকলে।

পরবর্তীতে এই নাচের সাথে প্রচুর যুবতী ছন্দ মিলিয়েছেন। সম্প্রতি আবারো এই গানের সাথে তাল মিলিয়ে ভাইরাল হলেন এক যুবতী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সুন্দরী তরুণীর অসাধারণ নাচ ছড়িয়ে পড়েছে। সৌন্দর্য ও নাচের অসাধারণ পারফরম্যান্স মুগ্ধ করে দিয়েছে দর্শকদের।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে টিপটিপ বারসা পানি গানের সাথে অসাধারণ ভঙ্গিমায় নাচ পরিবেশন করছে এক যুবতী। লম্বা চুল উন্মুক্ত নাভি তার উপর বৃষ্টির পরিবেশ সব মিলিয়ে আকর্ষণীয় হয়ে উঠেছেন নাচটি।

জানা গেছে মেয়েটির নাম শ্রীতমা বৈদ্য। এই প্রথম নয় এর আগেও তার নাচের ভিডিও পোস্ট করে ভাইরাল হয়েছেন তিনি। তার নাচের পারদর্শিতা বরাবরই অবাক করে সবাইকে।

এবারেও তার অন‍্যথা হয়নি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার হয়েছে।

ঘিয়ে শাড়িতে অনবদ্য ডান্স মুভসে সবাই মুগ্ধ হয়েছেন। নতুন প্রজন্মদের শিল্প প্রতিভার প্রকাশ করার প্লাটফর্ম সোশ্যাল মিডিয়া। শ্রীতমা বৈদ্য নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের মধ্যে একজন।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *