Breaking News
Home / অন্যান্য / খালের মধ্যে মরে যাওয়া খেজুর গাছ দিয়ে অভিনব কৌশলে ফাদ বানিয়ে অসংখ্য মাছ ধরে সবার মন জয় করলো স্থানীয় এক যুবক,ব্যাপক সাড়া জাগিয়েছে নেট দুনিয়ায়,তুমুল ভাইরাল

খালের মধ্যে মরে যাওয়া খেজুর গাছ দিয়ে অভিনব কৌশলে ফাদ বানিয়ে অসংখ্য মাছ ধরে সবার মন জয় করলো স্থানীয় এক যুবক,ব্যাপক সাড়া জাগিয়েছে নেট দুনিয়ায়,তুমুল ভাইরাল

মাছ ধরার ফাঁদ যে কত প্রকার তা না দেখলে বিশ্বাস হবে না।এসকল ফাদ বানিয়ে অসংখ্য মাছ ধরা যায় খুবই কম সময়ে।গ্রামে খাল বিল ঝিল নদী নালা থেকে এসকল ফাদ দিয়ে অসংখ্য মাছ ধরা হয়।

এই নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে ইন্টারনেট দুনিয়ায়।খালের মধ্যে মরে যাওয়া খেজুর গাছ দিয়ে অভিনব কৌশলে ফাদ বানিয়ে অসংখ্য মাছ ধরে সবার মন জয় করলো স্থানীয় এক যুবক,ব্যাপক সাড়া জাগিয়েছে নেট দুনিয়ায়,তুমুল ভাইরাল:

খালের মধ্যে মরে যাওয়া খেজুর গাছ দিয়ে অভিনব কৌশলে ফাদ বানিয়ে অসংখ্য মাছ ধরে সবার মন জয় করলো স্থানীয় এক যুবক,ব্যাপক সাড়া জাগিয়েছে নেট দুনিয়ায়,তুমুল ভাইরাল:

এ গাছটি প্রধানতঃ মরু এলাকায় ভাল জন্মে। খেজুর গাছের ফলকে খেজুররূপে আখ্যায়িত করা হয়। মাঝারি আকারের গাছ হিসেবে খেজুর গাছের উচ্চতা গড়পড়তা ১৫ মিটার থেকে ২৫ মিটার পর্যন্ত হয়ে থাকে।

এর লম্বা পাতা রয়েছে যা পাখির পালকের আকৃতিবিশিষ্ট। দৈর্ঘ্যে পাতাগুলো ৩ থেকে ৫ মিটার পর্যন্ত হয়। পাতায় দৃশ্যমান পত্রদণ্ড রয়েছে। এক বা একাধিক বৃক্ষ কাণ্ড রয়েছে যা একটিমাত্র শাখা থেকে এসেছে।

খেজুর অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল। যা ফ্রুকটোজ এবং গ্লাইসেমিক সমৃদ্ধ। এটা রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসেবে ধরা হয়ে থাকে।

খেজুর শক্তির একটি ভালো উৎস। তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তিভাব দূর হয়। আছে প্রচুর ভিটামিন বি। যা ভিটামিন বিসিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

মাছ ধরার ফাঁদ যে কত প্রকার তা না দেখলে বিশ্বাস হবে না।এসকল ফাদ বানিয়ে অসংখ্য মাছ ধরা যায় খুবই কম সময়ে।গ্রামে খাল বিল ঝিল নদী নালা থেকে এসকল ফাদ দিয়ে অসংখ্য মাছ ধরা হয়।এই নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে ইন্টারনেট দুনিয়ায়।

মাছ ধরার ফাঁদ যে কত প্রকার তা না দেখলে বিশ্বাস হবে না।এসকল ফাদ বানিয়ে অসংখ্য মাছ ধরা যায় খুবই কম সময়ে।গ্রামে খাল বিল ঝিল নদী নালা

থেকে এসকল ফাদ দিয়ে অসংখ্য মাছ ধরা হয়।এই নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে ইন্টারনেট দুনিয়ায়।তেমনি খালের মধ্যে মরে যাওয়া খেজুর গাছ দিয়ে অভিনব কৌশলে ফাদ বানিয়ে অসংখ্য মাছ ধরে সবার মন জয় করলো স্থানীয় এক যুবক,ব্যাপক সাড়া জাগিয়েছে নেট দুনিয়ায়,তুমুল ভাইরাল

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *