Breaking News
Home / অন্যান্য / গোলাপি ঘাগড়া তে হুবহু যেন মাধুরী, ‘আজা নাচলে’ গানে দুর্দান্ত নাচ করলেন সুন্দরী তরুণী, ভাইরাল ভিডিও

গোলাপি ঘাগড়া তে হুবহু যেন মাধুরী, ‘আজা নাচলে’ গানে দুর্দান্ত নাচ করলেন সুন্দরী তরুণী, ভাইরাল ভিডিও

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন।

প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন।

আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।

বলিউড থেকে টলিউড বিভিন্ন সেলেব্রিটির ভিডিও ভাইরাল হয় বিভিন্ন সময়। সেলেব্রিটিদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের দুর্দান্ত নাচ ও গানের মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়।

আবার ঝুমা বৌদির মতো একাধিক সেলিব্রিটিরা আছেন তারা তাদের বিভিন্ন হট ফটো শুটের মাধ্যমে কেড়ে নেন পুরুষের হৃদয়। তাদের হট ছবি যেন মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

বয়স কিছু নয় আজও তিনিই সেরা, এই বয়সেও মঞ্চ মাতিয়ে রাখে লতা মঙ্গেশকরের কণ্ঠের গান, ভাইরাল ভিডিও

মানুষের কথায় পাত্তা না দিয়ে ‘ঝিলিক’ স্বমহিমায় নিজের নাচে কাঁপালেন বহু পুরুষ হৃদয়, তুমুল ভাইরাল ভিডিও
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুবহু মাধুরী দীক্ষিতের মতো নৃত্যে পারদর্শী এক সুন্দরী তরুণীর ভিডিও।

তিনি মাধুরী দীক্ষিত অভিনীত ‘আজা নাচলে’ সিনেমার জনপ্রিয় টাইটেল ট্রাকে নাচলেন হুবহু মাধুরীর মতো। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি দেখতে এখানে কিল্ক করুন

About Admin

Check Also

সকলের সামনেই নতুন জামাইয়ের সাথে জনপ্রিয় গানে তু-মুল নাচ শাশুড়ির,এ যেন এক দারুন কম্বিনেশন যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও

নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়। এ প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *