রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

গোলাপ আমিনের একগুচ্ছ কবিতা

গোলাপ আমিনের একগুচ্ছ কবিতা

agooan, poem, webmag, kobita, love poem, premer kobita, golap amin, kabita, আগুয়ান, ওয়েবম্যাগ, গোলাপ আমিন, কবিতা, প্রেমের কবিতা, হাওড়, মিনি ককস্বাজার, নিকলি, কিশোরগঞ্জ, বালিখোলা, ওয়েবম্যাগ,

হাওর-সুন্দরীর টানে ভ্রমণবিলাসী মন

হাওরবিলাসে মিটে যায় আমাদের সমুদ্র দর্শনের অপূর্ণ সাধ,
কোনো এক ছলে যেন আমাদের উঠতি তরুণের মনের কোণে,
পিরিতের আগুন ঢেলে দিয়ে উস্কে দেয় দারুণ উচ্ছ্বাস।
মনের অজান্তে ভাটিয়ালি মাঝির মতো সুরে সুরে গেয়ে ওঠে গান,
তাপিত হৃদয় শীতল হয়ে ওঠে হাওরবিলাসী নান্দনিক দর্শনে।
তার বুকে ভালোবাসার টইটম্বুর রাশি রাশি জল-যন্ত্রণা,
উছলে পড়া রূপ-যৌবনের আকর্ষণে ছুটে যায় মানব-মন,
বাড়বাড়ন্ত জলে বড়-ই সৌন্দর্য উপভোগ করে প্রাণ ভরে সকলে,
কোন বাসনার মায়াবী হাতছানিতে ডেকে নিয়ে যায় গোপন অভিসারে,
সাগরিকার নির্ভেজাল নিপুণ ও নিখুঁত সহোদরা হাওর-সুন্দরী।
ছলাৎ ছলাৎ ছলকায় ছিটকে পড়া শান দেওয়া জলের ঝিলিক,
পানির তোড়ে ভেসে আসা ছোট ছোট ঢেউ যেন নাবালিকার বক্ষোজ,
মাঝে মাঝে আমরাও কম্পিত হাতে ছুঁয়ে দেখি তার ভাঁজে ভাঁজে,
বেনোজলে বেহুলার ভেসে চলা, লখিন্দর যেন এক সার্থক প্রেমিক।
অষ্টাদশী যুবতীর মতো এলোকেশ খুলে স্নানরত হাওর-সুন্দরী,
বাউরি বাতাসে তার কখন যেন উড়ে গেছে শাড়ির আঁচল,
চিত হয়ে শুয়ে থাকা নগ্ন নারীর মতো সুবিশাল এক জল-ভাস্কর্য,
ভ্রমণবিলাসী মনে আনন্দ আনয়নে হাওর-সুন্দরী যেন চতুর ছিনাল।

পোস্টারে শুধু ভেসে ওঠে আমার প্রেমিকার মুখশ্রী

পথচারীরা আচমকা থমকে দাঁড়ালো- কৌতুহলী
চোখে তাদের বিস্ময়ের ঘোর তো কাটে না সহসাই,
অগণিত প্রশ্নের বাণে বিদ্ধ হচ্ছে যে মানুষের কান
অলৌকিক ছড়ানো শহরময় আলোকের রোশনাই।

উৎসুক্য হাজার-লাখো জনতার ভাবনার ঘুণপোকা
সহজাত প্রচল বিশ্বাসের বেড়াটা ভেঙে দিয়ে আজ,
কেটে কেটে দিচ্ছে মগজে বিস্তৃত চিন্তাসূত্রের জাল
রাতারাতি বদলে গেছে বৈচিত্রিক সুদৃশ্যের সমাজ।

বুকের জমিনে আছড়ে আছে কালো চুলের বাহার
অঙ্গ-সুষমা থেকে ঠিকরে পড়ছে কাঁচা হলুদের রং,
চোখের মায়াবী ইশারায় যে ডেকে নিতে চায় কাছে
একবার তাতে বোলালে চোখ ফেরানো যায় না বরং।

কিন্তু তিনি তো কোনো রাজনৈতিক নেতাও নহেন,
তাহলে কার পোস্টার? কোন সে এ দুঃসাহসী নারী?
একটি পোস্টারেই সয়লাব হয়ে গেছে সারাটা শহর
চা স্টলে যুক্তিতর্ক করে চলে আড্ডাবাজ পথচারী।

দেয়ালে দেয়ালে সেঁটে দেয়া চাররঙা শৈল্পিক ছাপা
পোস্টারে শুধু ভেসে ওঠে আমার প্রেমিকার মুখশ্রী,
অজন্তার বিমূর্ত ভঙিমা ও উজ্জ্বলতার পেলবতায়
লাস্যময়ী হাসিটি ধারণ করে আছে সুমিষ্ট মিছরি।

শেযার করুন...
© All rights reserved
Design & Developed BY ThemesBazar.Com